ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। করেছে পশ্চিমবঙ্গ এর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জেলা পুলিশের অধীন বাসন্তী থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী থানার কুমড়োখখলি অঞ্চল এর চরা বিদ্যা গ্রামের শ্রী ভোলানাথ বিস্বাস এর বাড়ি থেকে তিনটি দেশী বন্দুক ও প্রচুর পরিমানে কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এবং সেই সঙ্গে ডাকাতি র উদ্দেশ্য জড়ো করা ধারালো কাটারি সহ অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে। বাসন্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে চাইছে কি কারনে এত অস্ত্র মজুদ করেছে এই সব আগ্নেয়াস্ত্র তা জানার চেষ্টা করছে। এবং আগামী বিধান সভা অনুষ্ঠিত হবে তার আগে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যায়গায় পুলিশ খানা তল্লাশি চালিয়ে যাচ্ছে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে। এবং অপরাধীদের ধরতে কড়া নির্দেশ দিয়েছেন জেলা পুলিশের সুপার।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।