1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ভূমি সচিব হলেন খলিলুর রহমান বাদীকে বিয়ে করে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লক্ষ্মীপুরে বিচার বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লক্ষ্মীপুরে রাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজ উত্তর তেমুহনী শাখার শুভ উদ্ভোধন লক্ষ্মীপুরে মানব পাচারের শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন ও অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় সেমিনার চন্দ্রগঞ্জের বশিকপুরে পুলিশ সুপার ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে কানের দুল আত্মসাতের জন্য শিশু হত্যা : গৃহবধূর আমৃত্যু কারাদন্ড

ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার বিজয় নিশ্চিত করুন: মেরাজ মোল্লা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার হেলিপ্যাড মাঠে ৬ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি, সাবেক এমপি মেরাজ উদ্দীন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ জানুয়ারির ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। ভবানীগঞ্জ পৌরসভার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। কোন ভাবেই যেন উন্নয়নের ধারা ব্যাহত না হয়। নৌকা মানে তৃণমূলের উন্নয়ন। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে।

তিনি আরো বলেন, আ’লীগ সরকারের সময়ে যে ভাবে দেশের উন্নয়ন ঘটছে তা অন্য সরকারের সময়ে হয়নি। বর্তমান সরকারের সময়ে সমান তালে গতিতে এগিয়ে চলেছে দেশের উন্নয়ন। আ’লীগের উন্নয়ন দেশবাসীর সমগ্র দেশবাসীর উন্নয়ন। আ’লীগ স্বাধীনতার পক্ষের সংগঠন। তাই ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আব্দুল মালেক মন্ডল মেয়রকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

৬ নং ওয়ার্ড নির্বাচনের আহ্বায়ক উপজেলা আ’লীগের শ্রম সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, উপদেষ্টা সদস্য জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান, রিয়াজ উদ্দীন, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, কোষাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, আসলাম আলী আসকান, আব্দুল হামিদ ফৌজদার, সরদার জান মোহাম্মদ, এস. এম. এনামুল হক, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম বাদশা, মোজাম্মেল হক, সাফিনুর নাহার, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, আ’লীগ নেতা ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: নাজমুল রনি