অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে মরহুম শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২৬ এপ্রিল স্থানীয় সৈয়দ শিরিন গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
সৈয়দ শিরিন গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জাকির হোসেন।
মরহুম শাহজাহান স্মুতি ফাউন্ডেশনের সভাপতি এ বি এম শামছুজ্জামান সোহেল এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ মো. ইব্রাহীম শামীম, সাইফুল ইসলাম ফুয়াদ, এ বিএম সালেহ উদ্দিন আজম, মোঃ আবু তালেব, উত্তম কুমার সাহা, ওমর ফারুক ইবনে হোছাইন ভুলু, সাইফুল ইসলাম রনি, মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ শামছুল কবির, মোখলেছুর রহমান হারুন, মামসুদ আলম, এমরান মাহমুদ রুবেল হাওলাদার, আক্তার হোসেন বোরহান চৌধুরী, নাছির উদ্দিন রাজু,ফারজানা নুর রিনা ও মো.আবদুস সহিদ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ শিরিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ সৈকত।
অনুষ্ঠান শেষে অতিথিগণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হস্তান্তর করেন।
,
সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল উদ্দিন হাওলাদার
অফিস: অঙ্গশোভা ভবন, ৭ম তলা, চকবাজার, লক্ষ্মীপুর ৩৭০০, বাংলাদেশ।
মোবাইল: ০১৭৪৮৯০৩১৭০