স্টাফ রিপোর্টার: বিচারপ্রার্থীদের জ্ঞাতার্থে লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা জজ) মুহাম্মদ মুনির হোসেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের দৈনন্দিন কার্যক্রমে শতভাগ সততা নিশ্চিত করার লক্ষ্যে অভিযোগ বক্স স্থাপন করেছেন বলে জানা যায়।
অভিযোগ বক্সের উপর বিচারপ্রার্থী সর্ব সাধারণের অবগতির জন্য লিখা বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকার্য (মোকদ্দমা দায়ের হতে শুরু করে রায় বা আদেশের মাধ্যমে নিষ্পত্তিক্রমে ডিক্রি প্রস্তুত পর্যন্ত) পরিচালনার যে কোন পর্যায়ে এই ট্রাইব্যুনালে কর্মরত কর্মচারী ও সহায়ক অন্যান্য ব্যক্তিগণ কর্তৃক ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানীসহ যাবতীয় বেআইনী কার্য দ্বারা কাউকে ক্ষতিগ্রস্ত করা হলে নির্ধারিত অভিযোগ বক্সে অভিযুক্ত ব্যক্তির নাম ও পদবীসহ বিস্তারিত অভিযোগের বিষয় (তথ্য প্রমাণসহ) লিখিত অভিযোগ প্রদান করার জন্য অনুরোধ করা হয়।
উল্লেখ্য যে, অভিযোগকারীর নাম-ঠিকানা ও এনআইডি-মোবাইল নাম্বারসহ স্বাক্ষর ব্যতীত কোন অভিযোগ আমলে নেওয়া হবে না মর্মে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ঘুষ-দুর্নীতি রোধে বিচার প্রার্থী সর্বসাধারণের জ্ঞাতার্থে অভিযোগ বক্স স্থাপনের ঘটনায় সকলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে বলে জানা গেছে।