গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়তে পারে বিদ্যুতের দাম। সেই হিসেবে ইউনিট প্রতি ৫ শতাংশ বাড়বে বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। জানুয়ারি মাসের বিল থেকে নতুন এই দাম কার্যকর হতে পারে।
এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম অডিটরিয়ামে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ইউনিট প্রতি বিদ্যুতের দাম ১ টাকা ১০ পয়সা বাড়ানোর সুপারিশ করে। যেখানে বিতরণ কোম্পানিগুলো ২০-২৫ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে। বিদ্যুৎ বিভাগের একাধিক বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এখন থেকে নির্বাহী আদেশে বিদ্যুতের প্রতি মাসে সমন্বয় হবে। সেক্ষেত্রে দাম বাড়বে কিংবা কমতেও পারে।
গত নভেম্বরে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ায় এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এটি ডিসেম্বর থেকে কার্যকর করা হয়। তাই ডিসেম্বর থেকেই খুচরা দাম বাড়াতে বিইআরসির কাছে আবেদন করে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থা। ২ জানুয়ারি এসব আবেদন নিয়ে শুনানি করে বিইআরসি। এরপর ১৫ জানুয়ারির মধ্যে মতামত জানাতে বলা হয়। তার ভিত্তিতে নতুন দাম ঘোষণা করার কথা বিইআরসির। সরকার ওই পর্যন্ত অপেক্ষা না করে আগেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।