1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ অপরাহ্ন

বাবুগঞ্জের দুর্গাসাগরের সুন্দর্য দেখে মুগ্ধ বৃটিস রাস্টদুত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের ঐতিহ্যবাদী পর্যটন কেন্দ্র দুর্গাসাগর এর মনোরম সৌন্দর্য উপভোগ করলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ.এম রবার্ট চ্যাটারটন ডিকসন। পাশাপাশি তিনি গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সও পরিদর্শন করেন।

বুধবার (৩০ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনারসহ তার নেতৃত্বাধিন আট সদস্য বিশিষ্ট একটি দল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় দুর্গাসাগর ও পরবর্তীতে উজিরপুরের গুঠিয়া মসজিদ পরিদর্শনে গিয়ে এর সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

হাইকমিশনারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা নূর আলম সজিব জানিয়েছেন, ‘গত ২৭ ডিসেম্বর থেকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ.এম রবার্ট চ্যাটারটন ডিকসন এর নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল খুলনা, যশোর, বাগেরহাট এবং বরিশাল সফরে বের হন।

সফর সূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর বিকালে হাইকমিশনারের নেতৃত্বাধিন দল বরিশালে পৌঁছান। তবে বরিশালে তাদের আনুষ্ঠানিক কোন কর্মসূচি নেই বলে জানিয়েছেন নূর আলম সজিব।

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনারসহ আট সদস্যের ওই দলটি বরিশালের বাবুগঞ্জ উপজেলাধীন মাধবপাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি পরিদর্শন করেছেন।

পরে সেখান থেকে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স পরিদর্শনে যান। দুটি দর্শনীয় জায়গা পরিদর্শন করে এর সৌন্দর্য দেখে ব্রিটিশ হাইকমিশনার ও তার সফর সঙ্গিরা মুগ্ধ হয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘হাইকমিশনারের নেতৃত্বাধীন টিম খুলনা হয়ে বরিশালে এসেছেন। বরিশালে রাত্রিযাপন করে ৩১ ডিসেম্বর সকালে বিমান যোগে ঢাকায় ফিরে যাবেন।

এর আগে ব্রিটিশ হাইকমিশনার বরিশাল সফরে আসলে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. রাসেল উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট