রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সালেহা-ইমারত মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের স ালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি আ’লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রানা, যোগীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, গনিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন, যুবলীগ নেতা গুলজার, শাহীন রেজা, নাহিদ হাসান সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ পাউন্ডের একটি কেক কাটেন যুবলীগের নেতৃবৃন্দ।