1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড লক্ষ্মীপুরে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় এক জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই পুত্রসহ পিতার যাবজ্জীবন কারাদন্ড লক্ষ্মীপুরে মহান মে দিবস পালিত লক্ষ্মীপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ভবানীগঞ্জে শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান মায়ের ধারাবাহিক অনৈতিক কর্মকান্ডে অতীষ্ট হয়ে রাগে ক্ষোভে পুত্র কর্তৃক মাকে হত্যা

বরিশাল সিটি মেয়র বলেন বিনা চিকিৎসায় জেন সাধারন মানুষ মারা না যায়।

  • প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, দল টানা তিনবার ক্ষমতায় আছে। আজ আমরা যে চেয়ারে বসার সুযোগ পেয়েছি তা দলের তৃণমূলের নেতাকর্মীদের অবদান।

তাই এইসব নেতাকর্মীদের পাশে থাকা আমাদের কর্তব্য। ‘এখন থেকে বরিশাল মহানগরের আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত কোন নেতাকর্মী বিনা চিকিৎসায় কষ্ট ভোগ করবেন না। যদি কোন নেতাকর্মী অর্থের অভাবে নিজের চিকিৎসা করতে ব্যর্থ হন তবে আমাকে জানাবেন। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে’।

শুক্রবার বিকালে নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামীলীগের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় এ ঘোষণা দেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য চট্টগ্র শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি (মন্ত্রী পদমর্যাদা) ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ- এমপিকে। অনুষ্ঠানের শুরুতে তিনি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। পাশাপাশি কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আবুল হাসানাত আবদুল্লাহ।

কমিটির সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর এর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক সাংসদ জেবুন্নেসা আফরোজ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের অপর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন সহ কমিটির অধিকাংশ নেতাকর্মী।

প্রসংগত, সম্মেলনের প্রায় ১৩ মাস পরে গত রোববার (৩ জানুয়ারি) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বরিশাল মহানগর আওয়ামীলীগের। নবগঠিত কমিটির সদস্য সংখ্যা ৭৫ জন।

এর মধ্যে আইনজীবী ১৩ জন এবং নারী ৪ জন। এছাড়া মহানগর আওয়ামীলীগের নতুন কমিটির ১ জন সিটি মেয়র, ২ জন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ১ জন উপজেলা চেয়ারম্যান ও ৫ জন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধিত্ব করছেন

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: নাজমুল রনি