1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন

বরিশাল সিটি করপেরসন মেয়রেরও তার ফেমিলির গোপনে ছবি তুলতে গিয়ে আটক তিন।

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রজু স্টাফ রিপোর্টার।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও তাঁর পরিবারের সদস্যরা শনিবার রাতে কীর্তনখোলা নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলেন। এ সময় গোপনে তাঁদের ভিডিও ধারণ করার অভিযোগে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, এই তিন ব্যক্তি হলেন স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল খবর’–এর সম্পাদক মামুনুর রশীদ নোমানী, তাঁর সহযোগী কামরুল মৃধা ও লাবু গাজী। শনিবার রাতে ঘটনাস্থল থেকে ধাওয়া করে এই তিনজনকে আটক করা হয়।

পরে রোববার সকালে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, গত শনিবার দিবাগত রাত একটার দিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বেড়াতে যান। এ সময় ওই তিন ব্যক্তি কোনো ধরনের অনুমতি ছাড়াই গোপনে তাঁদের ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেলে ওই তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে ধরে ফেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি মডেল থানায় রোববার সকালে একটি মামলা করেন। ওই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট