মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন রোডের আরজু বোর্ডিং থেকে জালাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
মৃত জালাল উদ্দিন গৌরনদী উপজেলার মৃত মিলন সরদারের ছেলে। পেশায় তিনি একজন মাস্ক ব্যবসায়ী ছিলেন। নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ফিরে তিনি মাস্ক বিক্রি করতেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
আরজু বোর্ডিংয়ের কর্মচারী মোহাম্মদ ফয়সাল জানান, ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন তাদের হোটেলের ১৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। সোমবার সকালে তৃতীয় তলার ওই কক্ষটি পরিষ্কার কারতে গেলে পরিচ্ছন্নতা কর্মীরা রুমের খোলা জানালা দিয়ে জালাল উদ্দিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
পরে হোটেল থেকে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অবহিত করলে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে জালাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মৃতদেহ শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় হোটেল সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি বলেন, আপাতত এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি