ভ্রাম্যমান প্রতিনিধি বরিশাল জেলা।
শনিবার, ০৩ অক্টোবর ২০২০,
বরিশাল নগরের অমৃত লাল দে সড়কের নিজ বাসা থেকে আজ শনিবার গৃহবধূ তিশা কর্মকারের মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী বাপ্পী কর্মকারকে আটক করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে হত্যার আলামত পেলেও পরিবারের সদস্যরা বলছেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিশা। পিরোজপুরের স্বরুপকাঠি এলাকার বাঁশতলা গ্রামের সুকদেব কর্মকারের মেয়ে তিশা।