মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বরিশালে এসে পৌছেছেন। তিনি আজ রোববার নতুন কর্মস্থলে যোগদান করবেন। সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সুধীজনদের উপস্থিতিতে তিনি দায়িত্বভার গ্রহন করবেন। এদিকে নতুন জেলা প্রশাসকের আগমনে বরিশালের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নানা প্রত্যাশা কামনা করেছেন। নবনিযুক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বরিশালবাসীর মতামতের ভিত্তিতে জেলার ১০ উপজেলার উন্নয়ন ও সরকারী নির্দেশনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
বরিশালের শিক্ষক, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উননয়নকর্মী সাংবাদিকদের মতে, এখানকার উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নিবেন নবাগত জেলা প্রশাসক এটাই তাদের কামনা। জেলার ১০ উপজেলার নানা অসঙ্গতি তাকে দুর করতে হবে। জেলা প্রশাসনকে নতুন ডিসি সব ধরনের বিতর্কের উর্ধ্বে রেখে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করবেন এমনটাই সাধারন মানুষের প্রত্যাশা।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর জসিম উদ্দিন হায়দারকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।
নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার নোয়াখালীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চ শিক্ষা গ্রহন করেন। সবশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন