1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন

বরিশালে ধর্ষন বিরোদি আন্দোলনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ পালন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতাসহ সব সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে পৃথক মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবীতে বরিশাল বিশ্ব বিদ্যালয় ও নগরীর বিভিন্ন কলেজের সাধারন শিক্ষার্থী, সামাজিক প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ডাকে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে বরিশাল নগরী উত্তাল হয়ে উঠেছে।

 

মঙ্গলবার (৬ই) অক্টোবর সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে বিভিন্ন বানি লেখা সংবলিত প্লেকার্ড বুকে ঝুলিয়ে সাধারন শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে।এখানে সাধারন শিক্ষার্থী বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা-বোনেরা ধর্ষণের শিকার হয়েছিল তখন আমরা পরাধীন ছিলাম। এখন আমরা স্বাধীন হয়েও সেই স্বাধীন বাংলাদেশে ধর্ষণ করে পাড় পেয়ে যাওয়া এটাবিচারহীনতার কথা মনে করিয়ে দেয়। আমরা চাচ্ছি ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ রুখে দাড়াবার পাশাপাশি এসকল অপরাধীদের কঠোর শাস্তির আওতায় এনে দ্রুত বিচার কাজ শেষ করার আহবান জানান।

 

এসময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী আদনান তুর্য সহ বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থী মেসকাত,নাসির নাফিজ,লুনা, শিফা ও আজমুন প্রমুখ।অন্যদিকে এর পরপরই একইস্থানে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে বরিশাল মহিলা পরিষদ সহ বিভিন্ন উন্নয়ন সংগঠন সদস্য, মহিলা আইনজীবী সদস্যরা এক মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে ধর্ষনকারীদের কঠোর শাস্তি দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ নিশ্চিত করার দাবী জানা।একই সময়ে মহিলা নেতৃবৃন্দ সম্প্রত্তি সময়ে স্বরাস্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যতে ধিক্কার জানিয়ে ধর্ষণের বিচারের আইন পরিবর্তনের দাবী করেন তারা।

 

 

বরিশাল জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল মহিলা পরিষদ সম্পাদিকা পূষ্প রানি চক্রবতী,অধ্যাপিকা টুনু রানি কর্মকার,এ্যাড, শাহিদা তালুকদার,রফিকুল আলম, রনজিৎ দত্ত,জাহানারা বেগম সম্পা, প্রতিমা সরকার,(ববি) শিক্ষক রহিমা নাসরিন, এনায়েত হোসেন শিপলু,জেসমিন আক্তার ও সম্পা দাশ প্রমুখ। এসময় সামাজিক প্রতিরোধ কমিটির কর্মসূচি একাত্বতা প্রকাশ করে আরো অংশ গ্রহন করে উন্নয়ন সংস্থা ব্লাস্ট ও সচেতন প্রতিরোধ জোট কমিটি।অপরদিকে বরিশাল প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা ও নগরীতে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বরিশাল শাখা

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট