সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার বরিশাল
শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।
এর আগে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ওই ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, হিজলার চর দুর্গাপুর লঞ্চঘাটের পূর্ব পাশে জেগে ওঠা চরে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে আসছিল একটি চক্র।
বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১টি ট্রলারসহ ১৪ জনকে চরের মাটি কাটা অবস্থায় আটক করা হয়