1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন

বনারিপাড়ায় মডেল মসিজিদ ও সাংস্কৃতি কেন্দ্র দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্দন।

  • প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬৮ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বানারীপাড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দ্রুত বাস্তবায়নের দাবীতে বানারীপাড়া উপজেলা ইমাম সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় স্থাপনা নির্মাণের স্থানে এ মানববন্ধনে উপজেলা ইমাম সমিতির ২ শতাধিক ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।

এ মানববন্ধনে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলার ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল কবির। এ সময় বক্তারা বলেন দেশের অধিকাংশ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হলেও বানারীপাড়ায় এর কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না। অবিলম্বে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম ও উপজেলা প্রশাসনের প্রতি তারা অনুরোধ করেন।

তারা আরও বলেন অবিলম্বে নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করা না হলে আরও কঠোর আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করবেন। মানববন্ধন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার বরাবর  পেশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট