হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোটার, আদমদীঘি সান্তাহার
বগুড়ার আদমদীঘি সান্তাহারে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানায় ৮ জনকে ১৬০০ টাকা জরিমানা ও ১জনকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ রায় দেন আদমদীঘির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় অভিযান চলাকালে মাস্ক না পড়ার অপরাধের পাশাপাশি নিজেকে প্রশাসনের লোক দাবী করায় ভ্রাম্যমান আদালতে উপজেলার বিহিগ্রামের তবিবর রহমানের ছেলে আব্দুল গণিকে (৩৫) তিন দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এসময় মাস্ক না পড়ার অপরাধে আরো ৮জন পথচারী ও মোটরসাইকেল আরোহীকে ১৬শ টাকা জরিমানা করা হয়।করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বগুড়ার আদমদীঘি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক।
সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল উদ্দিন হাওলাদার
অফিস: অঙ্গশোভা ভবন, ৭ম তলা, চকবাজার, লক্ষ্মীপুর ৩৭০০, বাংলাদেশ।
মোবাইল: ০১৭৪৮৯০৩১৭০