1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন

ফরিদপুর শহরে দক্ষিন ঝিলটুলী ওয়াসিত্ব টাওয়ারের ফ্লাটবাসীর ফেলা ময়লা আবর্জনায় নির্যাতনের স্বীকার এক মুক্তিযোদ্ধা পরিবার।ন্যায় বিচার চেয়ে বিভিন্ন মহলে আবেদন”

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
মোঃসাদ্দাম হোসাইন সোহান
ফরিদপুর জেলাশহরের প্রান কেন্দ্র দক্ষিন ঝিলটুলীতে ওয়াসিত্ব টাওয়ার-৩ ( তিন) এর ফ্লাটবাসীদের প্রতিদিনের ব্যবহৃত বিভিন্ন ধরনের আবর্জনা নিয়মিত ভাবে নিদিষ্ট জায়গায় না ফেলে যত্রতত্র ফেলায় আশে পাশের নিচু ভবনে বসবাসরত সাধারন পরিবার নির্যাতনের স্বীকার হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা পরিবার ন্যায় বিচার চেয়ে বিভিন্ন সরকারী দপ্তরে আভিযোগ দ্বায়ের করেছে।
এ বিষয়ে সাংবাদিকরা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুজে পায়। দেখা যায়, ওয়াসিত্ব টাওয়ার-৩ ( তিন) ১০ তলা ৪ ইউনিট এর ফ্লাটবাসীদের প্রতিদিনের অব্যবহৃত শুকনা আবর্জনা , কাচা তরিতরকারীর ময়লা নিদিষ্ট জায়গায় না ফেলে যত্রতত্র ফেলছে। উচু ভবনের ফ্লাটের জানালা দিয়ে এসব আবর্জনা নিচে ফেলছে। ফলে ঝিলটুলীতে ওয়াসিত্ব টাওয়ার-৩ ( তিন) এর পাশে বসবাস করা পরিবারগুলো এসব আবর্জনায় বসবাসের স্বাভাবিক পরিবেশ পাচ্ছে না। সেসব ময়লা তাদের বাড়ির টিনের চালায়, বাড়ান্দায়, বাড়ির সামনের জায়গায় জমে পরিবেশ মারাক্বভাবে দূষিত করছে। দেখাযায় এসব ময়লা আবর্জনার মধ্যে রয়েছে মেয়েদের ব্যবহার করা প্যাড, ডায়াপস, মাস্ক, বিভিন্ন ঔষধের খোসা,পানির খালি বোতল, স্যালাইনের খালি প্যাকেট,কাচা তরিতরকারীর উচ্ছিষ্ট অংশ, হোটেল থেকে আনা খাবারের প্যাকেটসহ নানান ময়লা আবর্জনা। ফ্লাটেরবাসীদের এই অসচেতানামূলক বিষয়টি নিয়ে একাধীকবার এমন ভাবে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট একটি জায়গায় ফেলার অনুরোধ করা হলেও তারা সে বিষয়ে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথাই নেই। করোনাকালীন সময়ে এসব আবর্জনা ভুক্তভোগী পরিবার ও পরিবেশের জন্য মারাত্বক ঝুকিপূর্ন।
এ বিষয়ে ভুক্তভোগী মৃত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শহীদুল আলম তারার স্ত্রী নাবিলা আক্তার নূপুর সাংবাদিকদের জানান, আপনার নিজ চোখে দেখতে পারছেন আমরা ওয়াসিত্ব টাওয়ার-৩ ( তিন) এর ফ্লাটবাসীদের স্বেচ্ছাচারীতায় কেমন পরিবেশে বসবাস করছি।আমি কি বলবো।আমি তো সবার সাথে মিলে মিসে শান্তিতে থাকতে চাই। কিন্তু শিক্ষিত এই মানুষগুলো এমন অসচেতনামূলক ব্যবহার আমাকে ভুক্তভোগী করছে।একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে আমি কেবল এই সমস্যার সমাধান চাই।
এ বিষয়ে এলাকার স্থানীয় অনেকেই সাংবাদিকদের জানালেন এই আচরন কোনো ভাবেই গ্রহনযোগ্য নয়। কর্তৃপক্ষ এ বিষয়ে সমাধান দিবেন বলে আশা রাখি।
উল্লেখ্য যে গত ১২ নভেম্বর ২০ইং তারিখে দক্ষিন ঝিলটুলী ওয়াসিত্ব টাওয়ারের ফ্লাটবাসীর ফেলা ময়লা আবর্জনায় নির্যাতনের স্বীকার এক মুক্তিযোদ্ধা পরিবার। ন্যায় বিচার চেয়ে জেলা প্রশাসক ফরিদপুর বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন পক্ষে হাসিবুল হাসান স্বাক্ষর করে ,যা অনুলিপি হিসেবে প্রদান করা হয়েছে পুলিশ সুপার ফরিদপুর, মেয়র, ফরিদপুর পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর, কোতয়ালী থানা, ফরিদপুর,মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর,সদর উপজেলা, ফরিদপুর, ফরিদপুর প্রেসক্লাবে সহ বিভিন্ন মহলে আবেদন।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট