1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান (কিন্ডারগার্টেন) গুলোর শিক্ষক-কর্মচারীরা চরম দুর্বিষহ জীবন-যাপন করছে !

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি,
দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
_____________________
দেশের চলমান করোনা সংকটে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর (কিন্ডারগার্টেন) শিক্ষক-কর্মচারীরা আছে চরম অার্থিক সংকটে।শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারছে না বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান।এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন নির্ভর করে শিক্ষার্থীদের বেতনের ওপর। করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে বেতন পাচ্ছে না কোনো প্রতিষ্ঠান।অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়া বাড়িতে তাদের শিক্ষা কার্যক্রম চালায়। শিক্ষার্থীদের বেতন না পাওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও তারা দিতে পারছে না শিক্ষক-কর্মচারীদের বেতন। শিক্ষকেরা পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ অবস্থায় দিনাতিপাত করছেন।
এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন না পেয়ে চরম কষ্টে জীবন যাপন করছেন। দিতে পারছেন না বাড়িভাড়া, মেটাতে পারছেন না স্ত্রী-সন্তানসহ পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজন।
ভেবে দেখুন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্ডারগার্টেনগুলো কী বিশাল ভূমিকা রাখছে! তারা অধিকতর যত্ন ও দায়িত্ব নিয়ে কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে থাকে। শহরকেন্দ্রিক শিশুদের শিক্ষাজীবন শুরু হয় কিন্ডারগার্টেনের মাধ্যমেই। গ্রাম ও থানা পর্যায়েও এখন কিন্ডারগার্টেনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বর্তমানে দেশে প্রায় ৩০ হাজার কিন্ডারগার্টেন রয়েছে, যেখানে প্রায় ৭৫-৮০ লাখ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে। শিক্ষার্থীদের পড়ানোর জন্য জড়িত রয়েছেন প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী। এসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে হলে সরকারকে কমপক্ষে ২৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করতে হতো; যেখানে অবকাঠামো ব্যয়সহ প্রতি মাসে শিক্ষকদের বেতন দিতে হতো। কিন্ডারগার্টেনগুলো সরকারকে এই বিশাল ব্যয় থেকে মুক্তি দিয়েছে।এই কিন্ডারগার্টেনগুলো বাড়ি ভাড়া নিয়ে, সামান্য বেতনে অল্পসংখ্যক শিক্ষক-কর্মচারীর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালায়। শিক্ষক-কর্মচারীদের এ দুর্দিনে অবশ্যই সরকারের এগিয়ে আসা উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট