ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। বারুইপুর জেলা পুলিশের অধীন সুন্দর বন এর পরিবেশ ও বন রক্ষা করতে এবার সক্রিয় ভূমিকা পালন করতে চলেছেন পশ্চিম বাংলা সরকার। তাদের উদ্দোগে শুরু হয়েছে নতুন করে ম্যানগ্রোভ অরণ্যের রক্ষা করা। পাশাপাশি গত আমপান ঘুর্নিঝড় এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই মানগ্রেট অরন্যের বৃহৎ অংশ। তার উপর প্রবল জলের তোড়ে ভেসে গেছে বহু মানগ্রেট অরন্যের চারা গাছ। সেই সঙ্গে চোরা মৎস্য জীবি মানুষ মেছো ভেড়ী করতে বহু মানগ্রেট অরন্যের গাছপালা কেটে তার উপর মাছের ভেড়ি বানিয়েছে। সম্প্রতি এমন ঘটনা ঘটছিল সুন্দর বন এলাকার বিভিন্ন যায়গায়।তা প্রশাসন এর নজর আসতে সঙ্গে সঙ্গে আবার নতুন করে মাছের ভেড়ী পুরিয়ে নতুন করে ম্যানগ্রোভ বন করার উদ্যোগ নিয়েছে বন দপ্তর এর কর্মীরা। এব্যাপারে সুন্দর বন এলাকার প্রশাসন ও জেলা পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের উদ্দ্যেগ এ ম্যানগ্রোভ বন ও পরিবেশ উন্নয়ন এবং বন্য প্রাণী সংরক্ষণ রক্ষা করতে বহু মানুষ কে কাজে লাগিয়ে সুফল পেয়েছে প্রশাসন।তারা সুন্দর বন এলাকার মানুষের নিয়ে বন ও পরিবেশ এবং বন্যপ্রাণী বাঁচাতে সাহায্য করছে। তাদের কে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে 100, দিনের কাজের সুযোগ দিয়ে এই কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং তাদেরকে আরো সরকারি সুবিধা দেওয়া হয়েছে।যার ফলে এখন ম্যানগ্রোভ কাটতে ও পরিবেশ উন্নয়ন নস্ট করতে গেলে ও বন্য প্রাণী হত্যা করতে গেলে বাঁধার সৃষ্টি হয়েছে।যার ফলে পরিবেশ উন্নয়ন ফিরে আসছে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।