গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে গত ২৮ শে ডিসেম্বর সোমবার সারা দিন ৯টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতি তে ভোট অনুষ্ঠিত হয়।ভোট শেষে চুড়ান্ত ফলাফল ঘোষণায় নৌকার বিদ্রোহী প্রার্থী ও ১৪ দলের সমর্থিত বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক নারিকেল গাছ প্রতীকের ৯১৩৩ (নয় হাজার একশত তেত্রিশ)ভোটে মেয়র পদে নির্বাচিত হন।
জানা যায়, ইকরামুল হক নারিকেল গাছ প্রতীক ভোট পান-৯১৩৩, মোঃ কসিরুল আলম নৌকা প্রতীক ভোট পান-২৭৯০,মোঃ রেজাউল করিম রাজা ধানের শীষ প্রতীক ভোট পান-২৭১৪,মোঃ জয়নাল আবেদীন জগ প্রতীক ভোট পান-৯৯১, মোঃ তৈয়ব আলী লাঙ্গল প্রতীক ভোট পান-৪২২ মোঃ হাফিজুর রহমান হাতপাখা প্রতীক ভোট পান-১৪৩।
পীরগঞ্জ পৌরবাসী পক্ষে ইকরামুল হক একজন সৎ ব্যাক্তি হওয়ায় এবং পৌরসভার তৃণমূল পর্যায়ে জনপ্রিয় থাকায় জনগন বিজয় মালা পড়ান।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি যেন আপনাদের সততার সঙ্গে পৌরবাসীর সেবা করতে পারি।