____________________________
মাঈনউদ্দিন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-
অাজ ২৯/১২/২০২০ বিকালে বসুরহাট পৌরসভার মেয়র মহোদয় অাবদুল কাদের মির্জা সাহেব শারিক পরিক্ষা করতে গিয়ে সেন্ট্রাল হাসপাতালে ও মা ও শিশু হাসপাতালে গিয়ে কোন ডিওটি ডাক্তার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তালা ঝুলিয়ে দিয়েছেন।ঘটনা স্হলে গিয়ে জানা যায় হাসপাতালের একজন দায়িত্ব ব্যক্তি বলেন
অাজ সারা দেশে ডাক্তার দের ধর্ম গঠ থাকায় তারা চেন্বার করে নাই।এতে ভর্তি রোগী সহ অনেকে বিপাকে পড়ছে বলে কত্তি র্পক্ষ অামাদের প্রতিনিধিকে জানান।
পত্যক্ষ দর্শিরা বলেন এ-সব প্রাইভেট হাসপাতালে প্রতি নিয়ত রোগীরা বিভিন্ন বাভে প্রতারিত হচ্ছ। যেইখানে পৌর পিতা নিজই পতারিত হয়েচেন।
সাধারণ মানুষের কি হবে।
স্হানীয়েদর দাবি মান সম্মত সেবার জন্য নিয়মিত ডাক্তর নিয়োগের ব্যবস্হা করা হোক।
পাশাপাশি প্রশাসনের নজর দারি অাতি প্রয়োজন মনে করেন এলাকা বাসি।
স্বাস্থ্য সকল সুখের মুল সেবাই মানবতা।