1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ধর্ষণের মামলা পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৭৭ বার পড়া হয়েছে

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম ঢাকা দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ

নারায়ণগঞ্জে ধর্ষণের মামলা পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। বিয়ের কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার রাতে ওই নারী বাদী হয়ে কনস্টেবল আব্দুল কুদ্দুস নয়নের (৩৫) বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলার আসামি রাজারবাগ পুলিশ লাইনস্ এ কর্মরত রয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, গত দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর সঙ্গে কনস্টেবল নয়নের পরিচয় হয়; এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরবর্তীতে মসজিদে হুজুর ডেকে তারা বিয়েও করেন।

তবে তাদের কোন কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “ওই নারী একটি বিউটি পার্লারে কাজ করেন। তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে নয়ন তাকে ধর্ষণ করেছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।”

নয়ন বর্তমানে রাজারবাগে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট