এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রথমবারের মতো জেলা সদরের বাহিরে নবীনগর থানায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এই পর্যালোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আনিসুর রহমান এর সভাপতিত্বে নবীনগরের নানা বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন তিনি।
এসময় তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা চাওয়া হয় নবীনগরের বিভিন্ন সাংবাদিকদের পক্ষ থেকে।
বক্তব্যে উপস্থিত পুলিশ সুপার বর্তমান সময়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে সুবিধাজনক সময় বলে দাবী করে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।
এছাড়াও তিনি নবীনগরের আইনশৃঙ্খলা,মাদক নির্মূল,দাঙ্গা ও জানজট নিরসনে নবীনগরের সাংবাদিকদের পাশাপাশি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
তাছাড়াও তিনি বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেশি গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান সকাল থেকেই নবীনগর থানায় পরিদর্শনে এসে সার্বিক পরিস্থিতি নিয়ে নবীনগর থানা পুলিশের সাথে গুরুত্বপূর্ণ সভা করে পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এই পর্যালোচনা সভা করেন তিনি।