বিশেষ প্রতিনিধিঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ ফরিদপুর বুকে লোভ মুখে দেশপ্রেম। নদীমার্তিক দেশের নদীগুলোকে হায়নারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।পরিবেশের চরম বির্পযয়ে ভিটে হীন হয়ে পড়ছে মাটির মানুষ গুলো আর সুদকারবারিরা অবৈধভাবে পদ্মার মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।যদিও মশাই দেরকে মেনেজ করছেন।মানবাধিকার চরম লঙ্ঘন এটা।তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রাত নামলেই ফরিদপুর শহরতলীর ধলারমোড়ে শুরু হয় অবৈধ মাটি-বালি উত্তোলনের মহোৎসব! অংশ নেয় ১৬ভেকু ও ৬০ট্রাক! ভোরের আগেই উধাও সব!