ভারত থেকে মনোয়ার ইমামঃ মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও ভারতের লোকসভা র বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর।আজ পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি সঙ্গে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন কথা ভাসিয়ে দিল। এবং আগামী তে তাঁকে ফের ভারত এর জাতীয় কংগ্রেস এর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে হবে বলে জানিয়েছেন। কারণ এই তৃণমূল কংগ্রেস একদিন নিজের ঘর গোছাতে গিয়ে ভারত এর জাতীয় কংগ্রেস নেতা ও কর্মীদের এবং বিধায়ক ও এম পি দের ক্ষমতার জরে এবং অর্থ এর বিনিময়ে এবং পুলিশ এর ভয় দেখিয়ে ক্ষমতায় টিকতে চেয়েছিল। কিন্তু কালের পরিবর্তন এ আজ নিজের ঘর ভাঙছে। এবং তৃনমূল কংগ্রেস নেতা ও কর্মীরা এবং দলের বিধায়ক ও এম পি রা আজ বিজেপি মুখো হয়ে পড়েছে।এর থেকে বেদনাদায়ক কাহিনী আর কি হতে পারে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে। সেই সঙ্গে আগামী দিনে বৃহত্তম আন্দোলন ও জোট বেঁধে বামফ্রন্ট এর সঙ্গে লড়াই চালিয়ে যাবেন পশ্চিম বাংলার মাটিতে।এ জন্য ভারত এর জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী জোটের পক্ষে রায় দিয়েছে। পশ্চিম বাংলা বিধান সভা নির্বাচন এ মোট,294,টি সিট। সেখানে গতবার,90,টি সিট এ আসন এ পেয়েছিল,44,টি সিট। এবং বামফ্রন্ট শরিক দল রা,200,টি সিট দিয়ে পেয়েছিল,32,টি সিট। এবং গত লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলা থেকে ভারতের জাতীয় কংগ্রেস,02,টি এম পি পায়। কিন্তু বামফ্রন্ট একটি সিট এ জিতে আসতে পারেনি। এই মত অবস্থায় কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদহ, মুর্শিদাবাদ এবং দিনাজপুর জেলা র মতো শক্ত ঘাঁটি তে জয় নিশ্চিত করতে বেশি আসন চাইছে।এই নিয়ে আলোচনা চলছে বামফ্রন্ট এর নেতৃত্বে সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেস হাইকমোন্ড মধ্যে।দেখা যাক কি পরিস্থিতি তৈরি হয়। তবে জোট বেঁধে লড়াই চালিয়ে যাবেন এমন কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও ভারতের লোকসভা র বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর।এই লড়াই এ তৃণমূল কে পিছনে ফেলে এগিয়ে যেতে চায় কংগ্রেস। তার ব্যাখ্যা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সরকার গড়তে কংগ্রেসের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যাবে।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।