মোঃ সাইফুল ইসলাম রিয়াজ দক্ষিণ খান থানা প্রতিনিধি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৪৮ নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তা যা দক্ষিণখান বাজার হতে উত্তরখান শাহ কবির মাজার রোড এর মোল্লাবাড়ী মোড় হতে এবং আজমপুর হতে শাহ কবির মাজার রোডের চালাবন হতে দক্ষিণখান কেসি হাসপাতাল রোড এর নগরাবড়ী পর্যন্ত দক্ষিণখান ডেসকো রোড হিসাবে পরিচিত। জলবদ্ধতার কারনে এই রাস্তাটি বছরজুড়ে জলমগ্ন এবং অধিকাংশ বাড়ির নিচতালায় ময়লা পানি জমে থাকে। বসবাস ও চলাচল দুর্বিষহ। জনদুর্ভোগ দেখার মত কেহ নেই। নির্বাচিত মেয়র মহোদয়ের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করা অপরিহার্য। এই এলাকার বাসিন্দাদের অবর্ননীয় দূুর্ভোগ লাঘবে মাননীয় মেয়র মহোদয় কতৃক দ্রুত পদক্ষেপ নেয়া অপরিহার্য।
মোঃ সাইফুল ইসলাম রিয়াজ
দক্ষিন খান থানা প্রতিনিধি