টুইটারে নতুন ব্যবহারকারীর সাইন-আপ রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে বলে জানান ইলোন মাস্ক, টুইটারে হবে ইনকাম ঘোষণার পর আস্থা অর্জন করছে এ বিলিয়নেয়ার উদ্যোক্তা।
সম্প্রতি এক টুইটে মাস্ক জানান,গত সাতদিনে প্লাটফর্মটিতে দৈনিক সাইন-আপের পরিমাণ ২০ লাখ ছাড়িয়েছে, ২০২১ সালের একই সপ্তাহের তুলনায় যা ৬৬ শতাংশ বেশি। তিনি আরো জানান, প্লাটফর্মে ব্যবহারকারীদের সময় কাটানোর ব্যাপ্তিও বেড়েছে। ১৫ নভেম্বরের পর থেকে গত এক সপ্তাহে দৈনিক সময় কাটানোর পরিমাণ ৮০০ কোটি মিনিটে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল উদ্দিন হাওলাদার
অফিস: অঙ্গশোভা ভবন, ৭ম তলা, চকবাজার, লক্ষ্মীপুর ৩৭০০, বাংলাদেশ।
মোবাইল: ০১৭৪৮৯০৩১৭০