খোন্দকার আব্দুল্লাহ বাশার।
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ঘোষিত মেয়র প্রার্থীতা পরিবর্তনের দাবীতে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর পৌর সভার মেন বাজার পায়রা চত্বরে পৌর আহ্বয়ক কমিটির সদস্য মোঃ নুরুন্নবী ইউসুফ ( শান্তির) সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামিলীগে যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র পদ প্রাথী মোঃ সহিদুজ্জামান সেলিম পৌর আওয়ামিলীগে সদস্য মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, সদস্য। সাবেক ছাত্র লীগের সভাপতি প্রদীপ কুমার হালদার,যুব লীগ নেতা শেখ মোঃ হেকিম, সাবেক সেচ্ছাসেকলীগের আহ্বায়ক আরিফ শেখ, সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্র লীগ নেতা শেখ ফয়সাল, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এস এম শামিম সহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ সহ সকল অঙ্গ সংগঠনে নেতৃ বৃন্দ ও পৌর সভার সাধারন মানুষের এক অংশ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নেতৃবৃন্দ আসন্ন কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামিলীগে সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলীর নাম বাতিল করে প্রকৃত আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।
বক্তব্যে তারা বলেন, অতিতে কখনো কোন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের পক্ষে কাজ করেনি, সব সময় বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে,আমরা কোটচাঁদপুর পৌর সভাকে ইউনিয়ন বানাতে চাই না। আট মাস আগের পৌরসভার ভোটার কোনো দিন মেয়র হতে পারে না। ইউনিয়নের ভোটার দিয়ে পৌর সভার ভোট হবে না। আমরা আশাকরি নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনা করবেন। পৌর সভাবাসী ও সাধারণ ভোটার দের দাবী সহিদুজ্জামান সেলিম কে নৌকা প্রতিক দেওয়া হোক।
এসময় নেতৃবৃন্দ আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী বিগত নির্বাচন গুলোতে বিদ্রোহী অনুপ্রবেশ কারী ও তাদের সহযোগীদের দলীয় মনোনয়ন না দেওয়ার অঙ্গীকার করেছেন। সে আলোকেই অবিলম্বে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়টি পূণর্বিবেচনার দাবী জানান।