1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৫ হাজার তাল বীজ রোপন শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি-
‘দেশ আমার, ভাবনা আমার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে এসোদেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের আয়োজনে ঝিনাইদহে ৫ হাজার তাল বীজ রোপন শুরু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার ডেফলবাড়ী গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ।
এ উপলক্ষে ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা সিরাজুল করিম, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এসো দেশ গড়ি জহির রায়হান গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বৃক্ষপ্রেমিক জহির রায়হান।

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে ‘এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার’র আয়োজনে আগামী সপ্তাহ ব্যাপী সদর উপজেলার বিভিন্ন গ্রামে ৫ হাজার তাল বীজ রোপন করা হবে বলে জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহির রায়হান।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট