মোঃ আনোয়ার হোসেন ,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি-
আমি মোছাঃ তাহেরা খাতুন(২০),পিতাঃমোঃবিশারত শেখ,গ্রামঃধোপাবিলা,সদর উপজেলা, ঝিনাইদহের বাসিন্দা। আমার বাবা খুবই বৃদ্ধ,অসুস্থ এবং দরিদ্র অভাবি একজন মানুষ। ভাঙ্গাচোরা বাড়িতে আমাদের বসবাস। বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন আমার পিতা। কাজ করতে পারেন না। সংসার চালানো তার পক্ষে খুবই কষ্টকর। তবুও বৃদ্ধ পিতা ঢাকায় রিক্সা চালান।তাও করোনাকালিন সময়ে বন্ধ হয়ে গিয়েছে। আমার একটি চাকরি বা কর্মসংস্থানের খুবই দরকার, যাতে পরিবারকে আমি সহায়তা করতে পারি।আমরা তিন বোন,কোন ভাই নেই। তিন বোনের মধ্যে আমি সবার বড়। ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করবো। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হবার এবং সীমিত আয়ের সংসারে হয়ে উঠেনায়। ফলে আর লেখাপড়া শেষ করতে পারিনি। বর্তমানে ঘরে আছেন আমার বৃদ্ধ মা। তাছাড়া আর না বললেই নয় আমি ঝিনাইদহ সদরে বৌ বাজারে মাছ বিক্রি করি। ২৫/৩০ কেজি মাছ ঝুড়িতে করে মাথায় বয়ে নিয়ে যেতে হয়। মাছে অনেক সময় বরফ দিতে হয়। বরফের পানি মাথা থেকে সারা শরীরে পড়ে।ঠান্ডা লেগে অসুখেও পড়তে হয়। তবুও মাথায় করে মাছ বিক্রি না করলে সংসারে চারজন মানুষকে অনাহারে দিনাতিপাত করতে হয়।কিন্তু আর্থিক সংকটের কারণে আমি একটি ভ্যান কিনতে পারিনি।পারিনি আমার সংসারে অভাব-অনটন দূর করতে। মেয়ে হবার কারনে শহরের অনেক বাজারে মাছ বিক্রি করতে আমাকে বাধার সম্মুখিন হতে হচ্ছে।তবে বৌ বাজারে কোন বাধা নেই, কারন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন সাহেব শহরের বৌ বাজারে মাছ বিক্রি করার সহযোগিতা করেছেন।
তাহেরা’র বৃদ্ধ পিতা বিশারত শেখ জানান, আমি একজন অসহায় গরিব মানুষ। ঠিকমত রিক্সা চালাতে পারি না। নিরুপাই হয়ে বৃদ্ধ বয়সেও ঢাকায় রিক্সা চালিয়ে সংসার চালাতাম। বয়সের ভারে তাও পারি না।এখন বাড়িতে বসে আছি। বড় মেয়ে তাহেরা মাথায় মাছের ঝুড়ি করে ঝিনাইদহের বিভিন্ন বাজারে বাজারে মাছ বিক্রি করে সংসার চালাচ্ছে। মেয়ে মাছ বিক্রি না করলে অনাহারে দিন কাটে পরিবারের। ফলে খুব কষ্টে পরিবারের দিন কাটে।একটি ভ্যানের অভাবে মেয়ে মাথায় করে বয়ে হাট-বাজারে মাছ বিক্রি করতে হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী,ঝিনাইদহ জেলা প্রশাসক এবং পৌরমেয়র সাইদুল করিম মিন্টু মহোদ্বয়ের কাছে তাহেরা খাতুনের আবেদন পরিবারের বেচেঁ থাকার জন্য আমার একটি কর্মসংস্থানের খুবই দরকার, যাতে পরিবারকে আমি সহায়তা করতে পারি। এমতাবস্থায় আমি আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের এবং বিত্তবানদের নিকট সাহায্যে আকুল আবেদন জানাচ্ছি।