বিশেষ প্রতিনিধি : ইমরান হোসেন ০১৭২২০৩৯৬৫২
ঝালকাঠিতে পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ঝালকাঠিতে এই প্রথম নাগরিকগদের সমস্যা নিয়ে কথা বলার অন্যতম সংগঠন ঝালকাঠি নাগরিক ফোরাম, জনকল্যান মূলক কার্যক্রম সহ ঝালকাঠিতে দুস্থ ও অবহেলিত মানুষের পাশে দাড়ানোর অন্যতম সংগঠন ঝালকাঠির স্বপ্নপূরণ সমাজ কল্যাণ পরিষদ, দেশের অন্যতম যুব সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি শাখা এবং দেশের একমাত্র সাংবাদিক বান্ধব বৃহত্তম সংগঠন ” “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সমন্বয়ে দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে মাস্ক ব্যবহার তথা স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার ৮ ডিসেম্বর সকাল ১১ টায় ঝালকাঠি স্বাধীনতা স্মৃতি স্তম্ভের সামনে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক সত্যবান সেন গুপ্ত গোপালের অংশ গ্রহনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা, ঝালকাঠি নাগরিক ফোরাম, স্বপ্নপূরণ সমাজ কল্যাণ পরিষদ ও ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত “পাক হানাদারমুক্ত দিবস” উপলক্ষে সাংবাদিক বান্ধব সংগঠন ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ঝালকাঠি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে পথাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু, ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ কেন্দ্রীয় সদস্য সচিব আহমেদ আবু জাফর, স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: রিয়াজ খান অশ্রু, ধ্রুবতারার সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু সহ ঝালকাঠি নাগরিক ফোরাম নেত্রী পিনু আকতার নদী, ফাতেমা আকতার, নাজমা আক্তার, নাসিমা বেগম, স্বপ্নপূরন সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক সুমন সমাদ্দার, শান্তা ইসলাম, জামাল মাঝী, সোহেল রানা, আল হাসান, নুরুল ইসলাম,আঃ ছালাম, ধ্রুবতারার সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীর সাগর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ ঝালকাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মারুফ ইরান, ঝালকাঠি জেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় ঝালকাঠিতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে শহীদ বীরমুক্তি যোদ্ধাদের স্মরনে একমিনিট নিরাবতা পালনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। একইসাতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানানো হয়।