মোছাঃ জান্নাত জাহা বিশেষ প্রতিনিধি।রায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত ৪ তলা একাডেমিক ভবনের ভিওিপ্রস্থর স্থাপন করেন নারায়ণগঞ্জ -৩(সোনারগাঁ) আসনের সংসদ ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা।সোমবার(১৬নভেম্বর) বিকেল ৩ঘটিকায় চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃরেজাউল করিম ভূঁইয়ার সভাপতিত্বে ভিওিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম পি খোকা বলেন, সোনারগাঁয়ে আমাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত ও মান উন্নয়নের লক্ষ্যে১০টি চারতলা ভবনসহ মোট ৩১টি ভবনের কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পূর্ণ হয়ে বর্তমানে কাজ চলমান রয়েছে। এছাড়া ও পুরাতন ভবন সংস্কারের জন্য আরো ১০লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে,জানান তিনি।এ সময় চৌধুরীগাঁও প্রধান শিক্ষক বসির আহম্মেদ উপস্থিতিতে ভিওিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃসাইফুল ইসলাম প্রধান,প্রাথমিক শিক্ষা অফিসার কাজল চন্দ্র পাল,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃরউফ,উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃআরিফুল হক,শম্ভুপুরা ইউনিয়ন জাতীয়পার্টির সাধারন সম্পাদক মনির হোসেন তোতা, জাতীয় সেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক জাবেদ রায়হান জয়,সাজেদ আলী মেম্বার, আনোয়ার চৌধুরী, পিরোজপুর ইউনিয়নের প্যানল চেয়ারম্যান মোঃআলমগীর কবির, শম্ভপুরা ইউনিয়নের হাজী মোঃহাফিজ উল্লাহ সরকার,৫নংওয়াডের (সভাপতি) ইকবাল হোসেন,সফিউদ্দীন আরো এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা ও ছিলো।