1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ অপরাহ্ন

চন্দ্রগঞ্জের বশিকপুরে পুলিশ সুপার ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নে পুলিশ সুপার ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বিকালে বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের ব্যবস্থাপনায় এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ তহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ কায়কোবাদ।

সভায় আরো উপস্থিত ছিলেন, ডিআই ওয়ান একেএম আজিজুর রহমান মিয়া, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘পুলিশ সুপার ডে বাংলাদেশে প্রথম লক্ষ্মীপুরেই আরম্ভ। বশিকপুরে সন্ত্রাসী বাহিনীর কোন স্থান নেই। আপনাদের যেকোন প্রয়োজনে পুলিশ সুপারের দরজা সবসময় খোলা। আপনারা আমাদের সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করলে এই বশিকপুরকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ও ইভটিজিং মুক্ত করতে পারবো। এছাড়াও তিনি আবুল কাশেম জিহাদী ও বর্তমান চেয়ারম্যান মাহফুজুর রহমানকে একসাথে এলাকার উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো: কায়কোবাদ বলেন, ‘আবুল কাশেম জিহাদী যেভাবে সন্ত্রাসীদের একটি তালিকা দিয়েছে, ঠিক অনুরূপ বর্তমান চেয়ারম্যানের থেকেও একটি তালিকা নেওয়া হোক, তারপর যাচাই-বাচাই করে ব্যবস্থা নিলে ভালো হবে’।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট