রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে তরল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করে প্রেমতলী ফাঁড়ি পুলিশ বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর মো ইফতেখার আলম। গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শুক্রবার বিকেলে
রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় গোদাগাড়ী মডেল থানাধীন প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তেলধারী গ্রামের মিনারুলের বাড়িতে অভিযান চালায়।
এসময় তার বসত বাড়ির নির্মানাধীন বাথরুমের মেঝে মাটির নিচে অভিনব কায়দায় তেলের পরিত্যক্ত জারকিনে রক্ষিত ৯৫ বোতল ফেন্সিডিলসহ মিনারুলের স্ত্রী মোছা রুজেলা বেগম (৪০) কে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। আটক নারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে পুলিশের কাছে।
এ বিষয়ে গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। প্রেমতলী ফাঁড়ি এলাকাসহ গোদাগাড়ী উপজেলায় মাদক বিরোধী এ সাঁড়াসি অভিযান অব্যহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইফতেখায়ের আলম।