চারিদিকে তীব্র গুঞ্জন, আবারো সংসার গড়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। পরিবার সূত্রে খবর মিলছে, মাস দুয়েক আগেই আবারও প্রবেশ করেছেন নতুন জীবনে। দ্বিতীয়বারের মত বিয়ে করে ঘর গুছিয়ে নিয়েছেন তিনি।
তিনি বলছেন, “আপনাদের অনেক সহকর্মীরা ইতোমধ্যেই নিউজ করে ফেলেছেন, আমার অফিশিয়াল স্টেটমেন্টের জন্যও অপেক্ষা করেনি। কিংবা আমার কাছে কিছু জানারও প্রয়োজন মনে করেনি! সুতরাং এই বিষয়ে এখন আমি কোনও মন্তব্য করবোই না। আমার যখন সময় আসবে, নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি করবো।” যদিও এসব বিষয়কে এখনও গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন শবনম। আঙুল তুলছেন মিডিয়ার গুঞ্জনের দিকে। তিনি আরও বলেন, “সবাইকে শিগগিরই দাওয়াত করে খাওয়াবো। সম্ভবত বুধবার; সেদিন সব জানাবো। দাওয়াত ছাড়া নো স্টেটমেন্ট।”
তবে কোন বুধবার সেটি নিশ্চিত করে বলেলনি শবনম। ধারণা করা হচ্ছে, ১১, ১৮ বা ২৫ মে ঘটা করেই বিয়ের খবরটি জানান দেবেন শবনম। এদিকে ইতোমধ্যেই ফাঁস হয়েছে শবনম ফারিয়ার স্বামীর নাম। তার নাম জাহিন রহমান। তবে এখনও তার পেশা জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল উদ্দিন হাওলাদার
অফিস: অঙ্গশোভা ভবন, ৭ম তলা, চকবাজার, লক্ষ্মীপুর ৩৭০০, বাংলাদেশ।
মোবাইল: ০১৭৪৮৯০৩১৭০