আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি গাজীপুরঃ
গাজীপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার(১৯৮৪) সালে চট্রগ্রাম আগ্রাবাদ দেশ গার্মেন্টস সেক্টরে সুপারভাইজার হিসেবে চাকরি জীবন শুরু করে ঢাকাস্থ কমলাপুর খলিল গ্রুপে লাইন চিফ হিসেবে চাকরি করে, এনভয় গ্রুপে পি.এম হিসেবে চাকরি করে এবং ইউলস গ্রুপে জি.এম হিসেবে চাকরি করে। পরবর্তীতে (২০০৭) সালে গাজীপুরস্থ কোনাবাড়ীতে ফাহিম এ্যাটায়ার এন্ড কম্পোজিট লিঃ নামক প্রতিষ্ঠান এ নিজেই ব্যবস্থাপক হিসেবে পরিচালানা করে। ব্যবসা”র এক পর্যায়ে গার্মেন্টস ফেব্রিক্স ও এক্সেসরিজ মালামাল ক্রয় করে টাকা পরিশোধ না করায় বিভিন্ন বাদী তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন (সাজাপ্রাপ্ত সিআর নং(৮৬৭)(১১) সাজাপ্রাপ্ত সিআর নং (২০৭২)(১০) সাজাপ্রাপ্ত সিআর নং(৮৪৪)(১০) সাজাপ্রাপ্ত সিআর নং(৯৮৮)(১০) সাজাপ্রাপ্ত সিআর নং(৩০৬)(১৪) সাজাপ্রাপ্ত সিআর নং(৭৯০)(১০) সাজাপ্রাপ্ত সিআর নং(১৬২)(১৩) মোট (৭)টি সাজাপ্রাপ্ত (ওয়ারেন্ট) (সিআর) নং (৪৯০)(১৯) সিআর নং(১৯৪)(১৮) সিআর নং(১১৫৪)(১৪) সিআর নং(৮৮২)(১৮) সিআর নং(৬৮১)(১২)সিআর নং(৬৫২)(১৮) সিআর নং(৬৫১)(১৮) মোট (৭) টি সিআর মোকাদ্দমা (ওয়ারেন্ট) (এবং) । )(থানার)( মামলা) নং( ৪৮)(৩)(১৫) জিআর নং (৩৪১)(১৫)মোট (১) টি জিআর মামলার (ওয়ারেন্ট) (অর্থাৎ)(১৫) টি (ওয়ারেন্ট) এর আসামী মোঃ মাসুদুর রহমান মাজেদ (৫০) পিতা মৃত ইয়াদ আলী সাং পাতাকুর কামারজুরী থানা গাছা গাজীপুর মহানগরে অভিযান পরিচালনা করে অদ্য ইং (৩০)(১২)(২০২০) তারিখ রাত্র অনুমান (২)(৩০) মিনিটের সময় ডিএমপি ভাটারা থানাধীন হিমবাড়ী এলাকা হতে ভাটারা থানা পুলিশের সহায়তায় কৌশল অবলম্বন করে গ্রেফতার করা হয়েছে আসামী কে বিজ্ঞ আদালত এ সোপর্দ করা হয়েছে।
সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ গাজীপুর।