1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সরকারি দলের সন্ত্রাস ও নির্বাচন আচরণ বিধি লংঘনের প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

সোমবার ১২ অক্টোবর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) ->>

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকারি দলের অব্যাহত সন্ত্রাস ও নির্বাচন আচরণ বিধি লংঘনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মজিদের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বেই বিএনপির প্রার্থী আব্দুল মজিদ ও তার সঙ্গীয়দের উপর আওয়ামীলীগের লোকজন হামলা, মারপিট ও মটরসাইকেল ও মাইক ভাংচুর করে ত্রাস সৃষ্টি ভয় দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, যে নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারবে না, সে প্রহসন নির্বাচনের প্রয়োজনে কি? আমরা এ নির্বাচন দেখতে চাই না। আমরা উৎসবমুখর পরিবেশ দেখতে চাই। আ’লীগ ভোট ডাকাতি করে ভোট ব্যবস্থাকে সমরে গলা টিপে হত্যা করেছে। আমরা প্রশাসনকে বলব, আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনকে বলব আপনারা চোখ বুঝে থাকবেন না। যে সমস্ত আপত্তি দিয়েছি সেগুলি প্রত্যেকটি আইনী পদক্ষেপ গ্রহণ করুন। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, গড়ইখালী, লস্কর, চাঁদখালী, হরিঢালী ইউনিয়নে আওয়ামীলীগের কতিপয় নেতৃবৃন্দ বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। ২০ অক্টোবর নির্বাচনের দিন কেউ বিএনপির এজেন্ট হলে নির্বাচনের পরে তাদেরকে বাড়ী-ঘর জালিয়ে দেয়ার হুমকি দেয়ায় তিনি তীব্র নিন্দা জানান। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, এ্যাড. জি,এ সবুর, মনিরুজ্জামান মন্টু, আবু হোসেন বাবু, এ্যাড. স.ম. বাবর আলী, তরিকুল ইসলাম, মিরাজুল হক নান্নু, মোমরেজুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, শাহিনুল ইসলাম পাখি, রাজিবুল আলম বাপ্পী সহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট