আবু ইউসুফ মিরপুর ঢাকা দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
ক্যাসিনো জুয়া জ্বরে কাঁপছে মিরপুর পল্লবী পল্লবীতে চলছে ‘বেট থ্রি সিক্সটি ফাইভ’ নামের সর্বনাশা ক্যাসিনো। ভয়ঙ্কর এ জুয়ার জ্বরে কাঁপছে সমগ্র মিরপুর। মোবাইল এ্যাপ্স এর মাধ্যমে পরিচালিত এ ক্যাসিনো জুয়ায় প্রতি মিনিটেই ১০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হচ্ছে। এ জুয়া খেলায় লেনদেন চলে মার্কিন ডলারে।
বাংলাদেশি টাকাকে মুহূর্তেই মার্কিন ডলারে রুপান্তর করাসহ সার্বিক সহায়তা করতে বেট থ্রি সিক্সটি ফাইভ এর জুয়া ব্যবসায়িরা অঘোষিত এজেন্টও নিয়োগ দিয়েছে পল্লবীর ডি ব্লকস্থ রাজুর হোটেল মোড়ে।
সেখানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাদ্দাম বিকাশ এজেন্সীর দোকান ঘিরে জমে উঠছে জুয়ারিদের ভিড়। সর্বস্ব হারানো মানুষজনের হাতের মোবাইল, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেল, প্রাইভেটকার সহ দামি দামি জিনিসপত্র বন্ধক রাখার বিনিময়ে ডলার সংযুক্তি ঘটিয়ে থাকেন সাদ্দাম।
মাত্র ১২ ঘন্টার জন্য বন্ধকীর টাকায় লাভ গুণতে হয় দ্বিগুণেরও বেশি। এ টাকা আদায় করতে চিহ্নিত সন্ত্রাসী টিমও গড়ে তোলা হয়েছে। বেশ কয়েকজন প্রভাবশালী, ধনাঢ্য ব্যক্তি এ জুয়া বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। সমগ্র বিষয়টি দেখভাল করছেন বহুল আলোচিত সেই ‘অপরাধী যুবলীগ নেতা।’
সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।