1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ‘মরহুমা হোসনেয়ারা হোসাইন স্মৃতি ফাউন্ডেশন’এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১০০ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
________________
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রফিকুল হোসাইনের সহধর্মিণী হোসনেয়ারা হোসাইন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানটি মঙ্গলবার সকাল ১০ টায় চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।অত্র মাদ্রাসার শিক্ষক সালাহ উদ্দিনের সঞ্চালনায় ও সাবেক ইউপি চেয়ারম্যান,মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাস্টার ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোসনেয়ারা হোসাইনের ছেলে,হোসনেয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী মোরসালিন হোসাইন শামিম।
জানা যায়,তাঁর মমতাময় মা জীবিত থাকাকালীন সময় মানুষের কল্যাণে করা কাজ গুলোকে চলমান রাখা,তাঁর মায়ের রেখে যাওয়া অর্থ-সম্পদ গুলো মানুষের কল্যাণে ব্যায় করার লক্ষ্যে পারিবারিক ভাবে “মরহুমা হোসনেয়ারা হোসাইন স্মৃতি ফাউন্ডেশন”এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে।চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসা’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।এই সময় চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসায় প্রথম বারের মত পঞ্চাশ হাজার(৫০,০০০)টাকা এবং মেধাবী ৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।এছাড়াও তাঁর মায়ের রেখে যাওয়া প্রায় ৭ লক্ষ টাকার সম্পত্তি তাঁর নিজ ছোট ভাইদের নিকট পরিবারের সকলের পক্ষ থেকে দান কবলার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, হাজারী হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ হয়রত মাওলানা মোহাম্মদ উল্যাহ, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন নূরী, অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক মাসুম বিল্লাহ, আল ফালাহ ফরায়েজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট নুর মোহাম্মদ, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মনির আহমেদ মাঝি, চৌদ্দবাড়ি সমাজের সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী, চরহাজারী মহিলা মাদ্রাসা কমিটির সদস্য, ফাউন্ডেশনের আহ্বায়ক মোফাচ্ছের হোসাইন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুল হালিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী আমেরিকান প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলাম শরনার্থী, বসুর হাট ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর, নিকাহ নামা রেজিষ্ট্রার কাজী আহমেদ করিম, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য জিয়াউল হক, লাল মিয়া সওদাগর সমাজের সাবেক সেক্রেটারী, সদস্য মোঃ আব্দুল্লাহসহ মাদরাসার শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দেশ ও প্রবাসে বসবাসরত সবার জন্য দোয়া করা হয়।মহান আল্লাহ তায়ালা যেন সকলের এই পরিশ্রম ও দানকে কবুল করেন।
অনুষ্ঠানের সমাপ্তিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,আহ্বায়ক মোরসালিন হোসাইন শামীম ও মোফাচ্ছের হোসাইন তাঁদের মায়ের রুহের মাগফিরাত কামনা করার জন্য জাতি, ধর্ম,বর্ণ ও দলমত নির্বিশেষে সবার কাছে আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট