————————————🖋️🖋️
জর্দা মুখে চুন নিয়ে
মিষ্টি কথা কার মুখে
খিছুড়ি নিয়ে সালিশ কোথায়
দুর্নীতি সব কে রুখে
আবরার, সিনহা, প্রবাসী,
আজকে আছি সব ভুলে
হাসপাতালে ফলের তোড়ায়
মুচকি হাসে শাহেদ
শ্বশুরবাড়ির আপ্যায়নে
ভালই আছেন প্রদীপ মশাই
ঘরে বাহিরে শান্তি নাই
ধর্ষণ খুন গুম বিবাদ ভাই
নেতাদের স্বার্থেই
জনগণ লাস আজ
জনতার রক্তেই পাঁয়তারা নেতারা আজ
বাই দিয়ে হয়ে যায় জজ
নিজ দোষে চাই উকিল
দুর্নীতিবাজ মন্ত্রিরা সব সর্বনাশের কোকিল
ন্যায়ের পক্ষে মোরা দেই না কভু স্লোগান সন্ত্রাস-জঙ্গিবাদের দিই জুলুম করার শক্তি যোগান
ইস্যুর বুকে হিসু করার
নেই সাহসী দেশে আজ
সাদা কাগজে কলমের কালিতে
লেখা হয় অনেক কিছু
দেখার মত পড়ার মত নেই যে কেউ ই
বন্দী করা হোক চাটুকার দালালদের
দেশ হোক বঙ্গবন্ধুর সোনার বাংলার ডিজিটাল।