1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন

এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ আটকা পড়েছে শৈলকুপায়-

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপায় ধানক্ষেতের মোটর হাউজে আটকা পড়েছে ২টি বিষধর কালাচ সাপ। ইংরেজীতে এ সাপের নাম কমন ক্রেইট। গোখরা বা কিং কোবরার থেকেও বিষধর এ সাপ উদ্ধারে আসছে চট্টগ্রাম ভেনম রিচার্স সেন্টারের ২ কর্মকর্তা। রিচার্স সেন্টারের বোরহান বিশ্বাসেরর নেতৃত্বে ২ কর্মকর্তা আসছে।

আজ বুধবার বিকালে স্থানীয়রা এ সাপ দেখতে পায় শৈলকুপার চতুড়া গ্রামের ধান ক্ষেতের মোটর হাউজে। কর্মকর্তারা আশা করছে রেস্কিউ করা গেছে ভেনম রিচার্স সেন্টারে এন্টিভেনম তৈরীর কাজে ব্যবহার করা যাবে।

ঝিনাইদহের শৈলকুপার যুবক নেচার এ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আবীর হাসান খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিশ্চিত হন সাপদুটি বিষধর। যা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম। তিনি জানান স্থানীয়ভাবে এ প্রজাতির সাপ কে কালাচ বলা হয়। তবে ঝিনাইদহ সহ এ অঞ্চলে এ সাপ কে কাননবোড়া বলা হয়ে থাকে।

এই জাতীয় সাপের ফনা থাকে না, দেখতে কালোর উপরে সাদা রিং থাকে। রিংগুলো গলার নীচ থেকে লেজ পর্যন্ত হয়। এই সাপে কামড়ালে অন্যতম বৈশিষ্ট্য হলো, ভুক্তভোগীরা তেমন বুঝতে পারে না। এরা ইদুর বা খাবারের খোঁজে লোকালয়ে মানুষের ঘরে চলে আসে আর ঘুমন্ত মানুষ বেশী কামড়ের শিকার হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট