এখন থেকে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ওই নম্বরটি নাগরিকের পাসপোর্ট নম্বর হবে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন সম্পন্ন করতে হবে। আর এ নিবন্ধন নম্বরটিই হবে জাতীয় পরিচয় পত্রের নম্বর। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এ লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যেই প্রক্রিয়াটি শেষ হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল আরো বলেন, সুশাসন হচ্ছে একটি প্রক্রিয়া যা সরকারি কর্মচারীরা বাস্তবায়ন করেন। সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারি কর্মচারীদের শুদ্ধাচারী হতে হবে। রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার করারও আহ্বান জানান তিনি এ সময় আরো বক্তৃতা করেন এটুআই প্রোগ্রামের উপদেষ্টা কামরুন নাহার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাফায়েত জামিল।