মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের স্থানীয় নিশ্চিন্তপুরে নবীন সংঘ ক্লাব নিশ্চিন্তপুরের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার (৮জানোয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টায় সাড়ে ৭টা পর্যন্ত নিশ্চিন্ত পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজির আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবীন সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম রবিউল হাসান সায়েদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জালাবাদ এসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, মৌলভীবাজার জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুক আলী, সাবেক মেম্বার খলিলুর রহমান।১১নং শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
সৈয়দ কামাল উদ্দিন, শরীফপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, হাজি পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম চৌধুরী, লুৎফর রহমান, যুব শ্রমিকলীগ নেতা সানুর আহমদ, আবুল হোসেন, কুলাউড়া থানার এস আই শাহিন আহমদ প্রমুখ।