রাজশাহী প্রতিনিধি
আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিট পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন।
সভায় ডিআইজি বিট পুলিশিং কার্যকর করার মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জগণ ও বিট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি খেয়াল রাখতে বলেন তিনি। সকলকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টি এম মোজাহিদুল ইসলাম।