সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাওয়ার পরও নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্তে অনড় রয়েছে বিএনপি। তবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আশা করছেন দলটি মত পরিবর্তন করবে।
তিনি বলেন, ‘আমরা আশা করি, আমরা যেখানে অনুমতি দিয়েছি সেখানে তারা করবে। আমরা বিশ্বাস করি। এখনো সময় আছে। আমরা অপেক্ষা করব।’ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সমাবেশ ঘিরে অন্য এক প্রশ্নের জবাবে আইজিপি আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘নাশকতার সুনির্দিষ্ট কোনো আশঙ্কার খবর আমরা এখনো পাইনি। তবে আমরা নাশকতার বিষয়টি বিবেচনায় রেখে, সবকিছু বিবেচনায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব।’
আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে বিএনপির সমাবেশ। দলটি বরাবরই নয়াপল্টনকে সমাবেশস্থল হিসেবে চাইলেও অনুমতি মেলেনি। সর্বশেষ গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল আইজিপি আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে নেতারা নয়াপল্টনে সমাবেশ করার ক্ষেত্রে তাদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এর আগে গত ২৯ নভেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এক্ষেত্রে দলটিকে মানতে হবে ২৬টি শর্ত।